Ad Code

Responsive Advertisement

১৩ দফায় ভোটেও ব্যর্থ ম্যাককার্থি



from https://ift.tt/8D5YpIH
via IFTTT ১৩ দফায় ভোটাভুটি শেষেও মার্কিন স্পিকার নির্বাচন করতে ব্যর্থ যুক্তরাষ্ট্র। দেশটির ২০০ বছরের ইতিহাসে এমন ঘটনার মুখোমুখি হতে হয়নি মার্কিন প্রতিনিধি পরিষদকে। মাত্র চার ভোটের ব্যবধানে লক্ষ্যে পৌঁছাতে পারলেন না রিপাবলিকান প্রার্থী কেভিন ম্যাককার্থি। শুক্রবার (০৬ জানুয়ারি) স্পিকারশূন্য রেখেই সংসদ মূলতবি ঘোষণা করা হয়। খবর সিএনএনের।

১৮৬০ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে এমন ঘটনা আর ঘটেনি। ১৩ বার ভোটাভুটি হয়েছে, কিন্তু হাউসের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা স্পিকার হতে পারলেন না, এই নজির আর নেই। প্রতিটি ভোটেই রিপাবলিকান পার্টির ২০ জন সদস্য ম্যাককার্থির বিরুদ্ধে ভোট দিচ্ছেন। সবশেষ ১৮৬০ সালে ৪৪ বার ভোটাভুটির পর স্পিকার নির্বাচন সম্পন্ন হয়েছিল দেশটিতে।


নির্বাচনে জয় নিশ্চিতে দরকার ন্যূনতম ২১৮ ভোট। তবে শুক্রবার (০৬ জানুয়ারি) ১৩ দফায় ভোটাভুটি হলেও প্রয়োজনীয় সদস্যের সমর্থন পেতে ব্যর্থ হওয়ায় খাদের কিনারে আটকে আছেন ম্যাককার্থি। পেলোসির স্থলাভিষিক্ত হতে ভোটের দৌড়ে যদিও ডেমোক্র্যাট প্রার্থী হাকিম জেফরিসের চেয়ে এগিয়ে ম্যাককার্থি। তবে শেষমেশ এদিনও স্পিকারশূন্য রেখেই সংসদ মুলতবি ঘোষণা করা হয়। এতে করে যুক্তরাষ্ট্রে গেল ২০০ বছরের ইতিহাসে এমন ঘটনার মুখোমুখি হতে হয়নি মার্কিন প্রতিনিধি পরিষদকে।


এর আগে বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) আরও পাঁচদফা ভোটাভুটি হলেও তাতে কাজ হয়নি। পরে ভোট গড়ায় শুক্রবার (০৬ জানুয়ারি)। এতেও ফলাফল না আসায় স্থগিত করা হয় ভোটাভুটি।

আরও পড়ুন: ১১ দফা ভোটেও জিততে পারলেন না ম্যাককার্থি

নিজ দলের সদস্যের অনেকেই ম্যাককার্থিকে সমর্থন না দেয়ায়, দলীয় বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে রিপাবলিকান পার্টিতে। বর্তমানে ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে রিপাবলিকান কংগ্রেসম্যান ২২২ জন। গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে খুবই সামান্য ব্যবধানে ডেমোক্র্যাটদের হারিয়ে নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পায় রিপাবলিকান পার্টি।


৪ দিন ধরে হাউসে শুধু ভোটাভুটি হচ্ছে। তবে কোনো কাজ হচ্ছে না। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে কয়েকজন রিপাবলিকান সদস্য বলেছেন, ব্যক্তিগত রাজনীতির বাইরে গিয়ে দেশের কথা ভেবে সিদ্ধান্ত নিতে হবে।

আরও পড়ুন: ছয় দফা ভোটেও স্পিকার হতে পারলেন না ম্যাককার্থি

]]> https://ift.tt/4djpf8Q

Post a Comment

0 Comments